ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। বুধবার পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো। সিএনএন।
কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছ। সিনেটে জর্জিয়া ও পেনসেলভেনিয়ায় বাইডেনের জয়ের বিষয়ে আপত্তি জানানো হলেও তা বাতিল হয়ে যায়। রিপাবলিকানদের পক্ষ থেকে অ্যারিজোনা, নাভানডা ও মিশিগারেন ফল বাতিলের দাবি জানালেও বিতর্কের আগেই সে চেষ্টা বাতিল হয়ে যায়। কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার কারণে উৎসবের এ আয়োজন দাঙ্গায় পরিণত হয়।
পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।