ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আজ ২৩ এপ্রিল বিশ্ব বই দিবসে এস. এম. এফ পাঠাগারের সভাপতি মোঃআব্দুস সালাম মীর _এর কিছু কথা। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই,মানব সম্পদ উন্নায়নের গুরুত্বপুর্ণ ও কার্যকর হাতিয়ার হলো গ্রন্থ বা বই।
বিশ্ব বই দিবস ১৯৯৫ সাল হইতে সাড়া বিশ্বে এই দিবস পালিত হচ্ছে। জ্ঞান বিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প কিছু নেই। বই পড়ার উপযুক্ত স্হান হলো পাঠাগার। নিরিবিলি পরিবেশে রয়েছে বই পড়ার সুযোগ। বই হলো মনের খোরাক, যে ব্যাক্তি বেশী বেশী বই পড়ে, সে সমাজের কোন খারাপ কাজ করতে পারে না। আমাদের সমাজে কিশোর গ্যাং, মাধক নেশার হাত হতে বাচাঁতে চাইলে সবাইকে পাঠাগার মুখি হতে হবে, বেশী বেশী বই পড়তে হবে।
বই শুধু এই সমাজে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে যায়, বিনিময় সে বই কিছু চায়না। যদি বলা হয়, কোন বন্ধুর সাথে কোন দিন ঝগড়া হয় না, তাহলে প্রথমে উঠে আসে বইয়ের নাম। বই মানুষকে বিনয়ী হতে শেখায়, মানুষকে শিক্ষার উন্নত আসনে অধিষ্ঠিত করে। সভ্য সমাজ গঠনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
আমরা উন্নত বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখি, যে সকল দেশ বইকে গুরুত্ব দিয়েছে, সে জাতি বেশী উন্নয়ন শীল দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে।
বিশ্ব বই দিবসে সবার প্রতি অনুরোধ আসুন, আমরা বই মুখী হই,পাঠাগার মুখী হই, বেশী বেশী বই পড়ি, সভ্য সমাজ ও মাধক মুক্ত দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করি, বই হোক সবার জীবনের পরম বন্ধু।
মোঃ আব্দুস সালাম মীর (লেখক ও সাংবাদিক), সভাপতি, এস এম এফ পাঠাগার, মোস্তফাপুর বাজার, দুপচাঁচিয়া, বগুড়া।