ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ধঞ্জজয়পাড়া গ্রামে দৈনিক নায়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আরিফ শাহাদাত এর উপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ওই ঘটনা ঘটে। আহত সাংবাদিক আরিফ শাহাদত (৪৩) ধনঞ্জপাড়া গ্রামের আফসার আলীর ছেলে ও পুঠিয়া প্রেসক্লাবের সদস্য সচিব।
জানা গেছে বাড়ির পাশে গভীর নলকূপের পানির ড্রেনের বিষয় নিয়ে একই গ্রামের স্থানীয় ব্যক্তি আবুল কালাম আজাদ তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে আবুল কালাম আজাদের ছেলে সাজেদুল ইসলাম (২৮) অতর্কিত ভাবে ইট দিয়ে সাংবাদিক আরিফ শাহাদাত এর মাথায় আঘাত করে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় জনসাধারণ সাংবাদিক আরিফ শাহাদাতকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করান। এসময় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।
এসব বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনো অভিযোগ লিখিত পাইনি। অভিযোগ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew