ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হলো জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তারুণ্যের উৎসব।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। নগলরর কয়েরদাঁড়ায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা শুধু বিনোদনমূলক কাজ করেনা। এখানে সকল প্রকার বইও আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত অনেক বই এখানে আছে। তিনি বলেন, দীর্ঘ চৌদ্দ বছর তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
প্রধান অতিথি আরও বলেন, এই প্রতিষ্ঠান হতে অনকে গুণি শিল্পি তৈরী হয়েছে। তাঁরা এখন ভাল ভাল জায়গায় অবস্থান করছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতা রাণী মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ড. হীরা সোবাহান, রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা কালচারাল অফিসার শাহদৎ হোসেন, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, সমাজসেবী ও আখতারুজ্জমান চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফৌজিয়া আবিদা জেসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিুনুল হক রিন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন লাইব্রেরীর পরিচালক, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র এলাকার শুধিজন।
এদিকে অনুষ্ঠান শুরুর পুর্বে উপস্থিত অতিথিদের উত্তরীও ও ব্যাজ পরিয়ে দিয়ে সম্মাননা প্রদান করা করা। সেইসাথে বাংলাদেশ সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুকে উত্তরীও ও ব্যাজ পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।
সভা শেষে উপস্থিত অতিথিদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়। সব শেষে বর্নাঢ্য র্যালি করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews