IMG-LOGO

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলে হামলার বিষয়ে যা জানাল ইরানবগুড়া-৪ আসনের সাবেক এমপির শুভেচ্ছা বিনিময়বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলননওদাপাড়া নিবাসী আনসার আলীর মৃত্যুতে মেয়র লিটনের শোকনির্বাচনের আগের নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁসইরানে ইসরাইলের হামলারাজধানীর ঢাকা শিশু হাসপাতালে আগুনফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২ভারতে লোকসভার ভোট শুরু আজরাণীনগর-আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সভাবাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া‘বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি’গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামী আ.লীগ নেতাসহ আটক ২বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জোরপূর্বক জমি দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগে ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগিরা। এমন অবস্থায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলে অভিযোগ করেন।

রোববার সকাল ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হারুন আর রশিদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ এলাকার মৃত মেঘু মন্ডলের ছেলে।

এসময় তিনি জানান, ২০১৬ সালে নগরীর রাণীবাজার মিয়াপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িসহ প্রায় ২ শতাংশ জমি কিনেছি। পৈত্রিক সূত্রে সেই জমির প্রকৃত মলিক ছিলেন, ঘোড়ামারার দ্বিঘোন্দ্র মোহন মৈত্রেয়। তার মৌজা রামপুর। দলিল নম্বর ১০০২২, আরএস নম্বর ১৭৯ এবং সি.সে নম্বর ৩৩৮। তিনি গত ২০-০৪-১৯৭৮ তারিখে দলিলের মাধ্যমে পাবনার লেকুচি মো. সাইফুল ইসলাম সরকার। মৌজারামপুর, জে, এল নম্বর-হল ১০। এজর খতিয়ান-সি, এস, ৩৩৮, এস, এ-৬৪৬, ৫৪৭, আর এস-১৭৯, নিজ নামে প্রস্তুতি-৮১১, হোল্ডিং নম্বর-১১০৬, ধার্মিজ কেস নং-৬৬২/৯-১/৮০-৮১। তিনি গত ২১/০৫/২০১২ তারিখে ৮৩২৮ নং দলিলের মাধ্যমে আসাদুজ্জামান সরকার কিনে নেন । যার আর এন নং ১৭৯ সিএস নং ৩৩৮।

গত ২০১৬ সালের ৩১০৬ তারিখে আমি (হারুন আর রশিদ) সেই জমি কিনে নেই। যার দলিল নম্বর ২৮৭১। ০২৫৪ (দশমিক শূন্য দুই পাঁচ চার) একর ওই জমি ক্রয়ের ক্ষেত্রে শর্ত হিসেবে নগদ টাকা না দিয়ে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখায় মর্গেজ (লন) থাকা আসাদুজ্জামান সরকারের ৪২ লাখ টাকা পরিশােধ করে দেই। এরপর আসাদুজ্জামান সরকার আমাকে ওই জমিটা গত ২০১৬ সালের ১ জুন রেজিস্ট্রি করে দেন।

যার দলিল নম্বর ২৮৭১। তারপর খারিজ করে খাজনা পরিশোধ করি। যার চলতি হালি সালে চেক নম্বর ১২১৮৭৭। এছাড়া আরভিএ থেকে এনওসি ও প্লান পসসহ যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করে জমিটি নিজ দখলে পেয়ে ভোগ করতে থাকি। ফলে এই জমিটি ক্রয়সূত্রে আমার একক মালিকানাধিন সম্পত্তি। এই জমিতে কারো কোনো অধিকার নেই। তবে ২০১৬ সালের ডিসেম্বরে জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে ব্যস্ত ছিলাম। ফলে রাজশাহীর এই জমিসহ বাড়িটার দিকে খুব একটা নজর দিতে পারিনি। এই সুযােগে ২০১৭ সালের কোনো এক সময় নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ওরফে হাসান নামে এক ব্যক্তি বাড়িটিতে দেয়া আমার তালা ভেঙ্গে নতুন করে তার তালা লাগিয়ে রাখে।

পরবর্তীতে ওই সালের (২০১৭) জুন-জুলাইয়ের দিকে নিজের দুই বাড়িতে আসলে এই দৃশ্য দেখতে পাই। এতে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে সে স্থানীয়দের নেতাকর্মীদের হাত খরচের জন্য কিছু টাকা দাবি করতে তাকে ৩০ হাজার টাকা দেয়া হয়। এতে তারা প্রায় ছয় মাসের মতো ঝামেলা বন্ধ রাখলেও ২০১৮ সালের শুরুর দিকে আবারও আমাদের তালা ভেঙ্গে তারা নতুন তালা লাগিয়ে দেয়। আবারও তালা লাগানোর কারণ জানতে চাইলে আরও দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন হাসান। ঝামেলা এড়িয়ে নির্ভেজাল জীবন-যাপনের লক্ষ্যে সেই টাকাও দিতে রাজি হই এবং ওইদিনই ৫০ হাজার টাকা দিয়ে দেই। বাকি এক লক্ষ টাকা তিন মাস পরে পরিশােধ করি। রাজশাহীর রাজ মহল হোটেলে বসে টাকা পরিশােধের এই সময় ঘটনার সাক্ষি ছিলেন- মনিমুল হক, ওবায়দুল হক, তরিকুল ইসলাম।

চঁদা পাওয়ার পরও চাবি হস্তান্তরের ক্ষেত্রে কালক্ষেপন করতে থাকেন হাসন। চাবিটি হস্তান্তর করে। পরে রাসিক মেয়রের পিএস উপস্থিতিতে তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেই আমরা। এরপর আবারও হাসানের নেতৃত্বে আমাদের তালা ভেঙ্গে অন্য তালা লাগিয়ে দেয়া হয়। এক সময় ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত ওই টিন শেড বাড়িটির বিভিন্ন অংশ ভেঙ্গে চৌকি, টেবিল, চেয়ারসহ আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। একইসঙ্গে আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন লাবলুর নামে ভুয়া কাগজ করে জমিটি দখলের পায়তারা করা হয়।

এর প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় উভয় পক্ষকে মহরি অ্যাডভোকেটসহ ডেকে কাগজপত্র দেখতে চাওয়া হয়। এসময় আমি (হারুন অর রশিদ) জমি ক্রয় সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখাতে সক্ষম হলেও লাবলু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ফলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের মর্জিনা বেগম, অভিযােগের তদন্তকারী এএসআই রানা, অ্যাডভোকেট আন্সার আলী, মহরি খায়রুল ইসলামের উপস্থিতিতে আমাকে জমির প্রকৃত মালিক ঘোষণা করা হয়। এছাড়া লাবলুকে এ বিষয়ে কাউকে হয়রানি না করতে বলা হয়।

এরপরও পেশি শক্তি দেখিয়ে হাসান ও লাবলু আমাকে নানাভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। ফলে এই ঘটনায় রাজশাহী মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ওরফে হাসান ও আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন লাবলুর নাম উল্লেখ করে চাঁদার দুই লক্ষ ও ক্ষতিপুরণ দুই লক্ষ্যসহ মোট চার লাখ টাকা দাবি করে। বোয়ালিয়া থানায় আমি নিজেই একটি অভিযােগ দায়ের করি। তদন্ত সাপেক্ষে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। থানায় অভিযোগ দায়েরের পর থেকে হাসানের লোক প্রাণনাশসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিষয়টি নিয়ে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবকে মুঠোফোনে কল করা হলে নম্বর বন্ধ পাওয়া গেছে। তাই এবিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news