ধূমকেতু নিউজ ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়াটা স্বাভাবিক। তবে সবাই চায় তাদের ত্বক হবে যৌবনের মতোই উজ্জ্বল ও টানটান। অনেকে আবার তারকাদের দেখাদেখি ত্বকের তারুণ্য ধরে রাখতে বোটক্স, লেজার, রেডিয়েশন থেরাপি করে থাকেন।
এই সব থেরাপি ত্বকের জন্য কতটা ভালো, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না সেটা না জেনে, ত্বকে প্রয়োগ করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করাই ভালো।
তবে বোটক্স ইনজেকশন ছাড়াই যদি প্রাকৃতিকভাবে ত্বকের বয়স কমাতে চান, তাহলে এই ‘প্রাকৃতিক বোটক্স’ জেল বাড়িতেই বানিয়ে নিতে পারেন-
চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে এই জেল বানাবেন
প্রাকৃতিকভাবে ত্বকের তারুণ্য ধরে রাখার জেল বানাতে যে উপাদানটি সবচেয়ে কার্যকরী, তা হলো তিসি বীজ। ২ টেবিল চামচ তিসি বীজ সারা রাত ভিজিয়ে রেখে দিন।
ত্বকের তারুণ্য ধরে রাখবে ‘প্রাকৃতিক বোটক্স’ জেল
সকালে তিসির বীজের সঙ্গে ১ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপজল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। শেষে ১ থেকে ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার বা জেরানিয়াম অয়েল) মিশিয়ে নিন।
সপ্তাহে দুইদিন এই জেল ভালোভাবে ত্বকে মালিশ করে ২০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন্। এই ‘প্রাকৃতিক বোটক্স’ জেল ত্বককে আর্দ্র রাখবে, বলিরেখা দূর করে ত্বককে টানটান করবে।
এই জেলের উপকারীতা
১. তিসি বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে যা ত্বককে আর্দ্র রাখে ও ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে।
২. এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোটিন, ফাইবার, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানগুলো ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।
৩. অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, পাশাপাশি ত্বক থেকে মৃত কোষও দূর কররে।
৪. এই মিশ্রণে থাকা গোলাপজল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। ল্যাভেন্ডার ও জেরানিয়াম অয়েল ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছে টানটান করতে কার্যকরী।
৫. বিশেষ করে যাদের ত্বক স্পর্শকাতর (সেনসিটিভ), মুখে ব্রণ-র্যাশ বেশি হয় তারা এই বীজ দিয়ে জেল তৈরি করে ব্যবহার করতে পারেন।