ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) জটিলতার কারণে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিতরা জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিন ধরে অবস্থান করছেন।
রোববার (১ নভেম্বর) তাদের আমরণ অনশনের ১৩তম দিন চলছে। ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগপ্রত্যাশী কমিটি-২০১৮’এর ব্যানারে তারা এ আন্দোলন করছেন।
আন্দোলনকারীরা বলছেন, এখন পর্যন্ত দেড় শতাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোববার সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে অনশনকারীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে সেখানেই স্যালাইন গ্রহণ করছেন।
অনশন থেকে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ তে ২৪ লাখ পরীক্ষার্থীদের মধ্যে আমরা ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, যা মোট অংশগ্রহণকারীর ২ দশমিক ৩ শতাংশ। এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে থেকেও ৩ হাজার ৫০০ জনের বেশি কর্মস্থলে যোগ দিতে পারেননি। তারা অবিলম্বে নিয়োগের দাবি জানাচ্ছেন।