ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ প্রায় ৩০ জন শিক্ষক আনন্দ ভ্রমনে থাকায় গত ৫ দিন যাবত শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত রয়েছে।
গত ২৬ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত তারা চট্টগ্রাম ও কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা সফরে রয়েছেন। সফরের ছবি শিক্ষকদের ফেসবুক একাউন্টে শোভা পাচ্ছে।
তবে, আগামীকাল বৃহস্পতিবার রাতে তারা কর্মস্থলে ফিরবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান। এতে বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ওই শিক্ষকদের ক্লাস বঞ্চিত থাকতে হবে। এদিকে, ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা টানা ৫ দিন ক্লাস বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা জানায়, একসঙ্গে এতগুলো শিক্ষক না থাকায় তারা ঠিকমত ক্লাস করতে পারছেনা। এছাড়া এ কয়দিনে কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতিও কমে গেছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম জানান, কলেজে অতিরিক্ত শিক্ষক থাকায় সফরে থাকা শিক্ষকদের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না।
এ প্রসঙ্গে সফরে থাকা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার জানান, শিক্ষকদের একাংশ সফরে থাকলেও ক্লাস ও অফিস খোলা রয়েছে। এছাড়া, যথাযথ কতৃর্পক্ষের অনুমতি নিয়ে তারা সফরে গেছেন বলে তিনি জানান।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, কলেজ অধ্যক্ষ তাকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন। এছাড়া এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/