ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ। এ জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু করতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে গত ২১ জুলাই চিঠি দেয় মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ৫ শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।
শর্তগুলো হলো :
১. ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।
২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৩. হাসপাতালের ওয়ার্ডে ও ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
৫. সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা ও আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।