ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের করা আনীত অভিযোগ নিয়ে গণশুনানীর দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এই গণশুনানী অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর ইউজিসি ভবনে। ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড এস্টেট ডিভিশন দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি উঠে এসেছে। পরে বিষয়টি তিনি নিশ্চিতও করেছেন।
এই সংক্রান্ত একটি চিঠি ১৭ অগাস্ট ইউজিসি পক্ষ থেকে রাবির ভিসি, প্রো-ভিসিসহ মোট পাঁচজনের কাছে পাঠানো হয়েছে।এরা হলেন, অভিযোগ উঠা উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া এবং অভিযোগকারী শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক জিন্নাত আরা বেগম এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর।
ওই চিঠিতে বলা হয়েছে, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্য এবং উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান কর্তৃক মহামান্য রাষ্ট্রপতিকে ধোঁকা দেয়া ও শিক্ষক নিয়োগ নীতিমালা শিথিল করে উপাচার্যের মেয়ে ও জামাতাকে নিয়োগ প্রদান, অ্যাডহক ও মাস্টাররোলে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বাণিজ্য, উপাচার্যের বাড়ি ভাড়া নিয়ে দুর্নীতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ লংঘন করে বিভিন্ন বিভাগের সভাপতি নিয়োগ ইত্যাদি অভিযোগসমূহ তদন্ত করার নিমিত্তে কমিশন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাদের সাক্ষাতকার গ্রহণের জন্য তদন্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে।”
ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড এস্টেট ডিভিশন দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল তিনটা ও চারটায় ইউজিসি ভবনের অডিটোরিয়ামে অভিযোগকারী শিক্ষক প্রতিনিধিদের নিয়ে এবং ১৯ সেপ্টেম্বর বিকেল তিনটায় উপাচার্য এম আব্দুস সোবহান ও বিকেল চারটায় উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়াকে নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে। গণশুনানীতে ইউজিসির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত সংবলিত ৩০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জমা দেওয়া হয়। উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে মোট ১৭টি অভিযোগ আনেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ। যারা এরও কয়েক মাস আগে থেকে ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ ব্যানারে এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে আন্দোলন করে আসছিলেন।
তবে চিঠি প্রাপ্তির বিষয়ে অভিযোগকারী তিন শিক্ষক নিশ্চিত করলেও উপাচার্য ও উপ-উপাচার্যের বিষয়টি জানা যায়নি। এ বিষয়ে একাধিকবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীও ফোন ধরেননি।
চিঠি প্রাপ্তির বিষয়ে অভিযোগকারী শিক্ষকদের মধ্যে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর বলেন, “আমরা ইউসিজি থেকে মঙ্গলবার ই-মেইল যোগে চিঠিটি পাই। আমরা বর্তমান প্রশাসনের দুর্নীতির খতিয়ান দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে। সেখান থেকে একটি কমিটি করে দিয়েছে। গণশুনানীতে আশা করছি আমরা অভিযোগগুলো প্রমাণ করতে পারবো।”