ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারির কারণে নতুন বছরে গতবছরের মত এবারও হচ্ছে না পাঠ্যপুস্তক উৎসব। তবে বছরের নতুন দিন শনিবার শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই বিতরণের জন্য এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা যায়, ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনা মূল্যে বিতরণ করা হবে। এরমধ্যে প্রতিটি শ্রেণিকে তিনভাগে ভাগ করে মোট ১২ দিনে বিতরণ হবে নতুন বই। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর হাতে ১-৩ জানুয়ারির মধ্যে বই বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বই পাবে ৪-৬ জানুয়ারি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ৮-১০ জানুয়ারি ও সর্বশেষ নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাবে ১১-১৩ জানুয়ারির মধ্যে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। মাধ্যমিক স্তরের ৯৫ শতাংশ বই পৌঁছাবে শুক্রবারের (৩১ ডিসেম্বর) মধ্যে।
এ প্রসঙ্গে এনসিটিবি বিতরণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকের সব বই উপজেলা পর্যায়ে আগেই পৌঁছে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে জানুয়ারি জুড়ে। পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাব।