ছিল অপূর্ব বিজয় ১৬ ডিসেম্বর,
স্বাধীন হলাম উনিশ একাত্তর,
বিজয়নায়ক শেখ মুজিব ফিরেন দেশে
উনিশ বাহাত্তর।
কে জানতো এ মহানায়ক অন্তর্ধান হবে
উনিশ পঁচাত্তর,
পাকিস্তানি সরকার করেনি বিজয়িকে
ক্ষমতা হস্তান্তর।
ছিল অপূর্ব বিজয় ১৬ ডিসেম্বর
যখন বিশ্ব অবাক হলো,
বর্বরোচিত হামলাকারীদের ক্ষমতা
চিরতরে গেল।
ইউটিউব ভিডিও :
মোদের নিয়ে ইয়াহিয়া-টিক্কার কূ-স্বপ্ন
হলো অবসান,
১৬ ডিসেম্বর মোরা গাইলাম সঙ্গীত
লাল-সবুজের গান।
ওরা জানতো আর দেখতো শুধু
বাঙ্গালীর বাহ্যিক অবয়ব,
ভেবেছিল ওরা যুদ্ধ করবে,আর
বাঙালী থাকবে শুধু নিরব।
ওরা ভেবেছিল,ওরা করবে মোদের
নিমিষেই ধূলিসাৎ,
কিন্তু আল্লাহর ইচ্ছেয় মোরা স্বাধীনতা
পেয়ে যাই অকস্মাৎ।
ফেসবুক ভিডিও :
ছিল অপূর্ব বিজয় ১৬ ডিসেম্বর
স্বাধীনসূর্য পেলাম মোরা,
আজ ভেবে করবি কি? ভুল করেছিলি
একাত্তরে তোরা।
পরকাল তোমার হোক সুন্দরম
মহান তুমি শেখ মুজিব,
আল্লাহ তুমি ফুল-ফল দিয়ে
বাংলাদেশ করো আরও সজীব।
লেখক : মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা, গোদাগাড়ী, রাজশাহী।
টুইটার ভিডিও :
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/