ধূমকেতু প্রতিবেদক : ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে ঘিরে বি হার্ট দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি, সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।
এ উপলক্ষে রোববার (২৯ সেপ্টেম্বর) নগরীর বাকীর মোড়স্থ হার্ট ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ডাশপুকুর বাইপাশ প্রদক্ষিন শেষে ফাউন্ডেশন প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরবর্তীতে সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। হার্টক্যাম্পে মোট ১০৫ জন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আলোচনা সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক।
প্রধান অতিথি হৃদরোগ চিকিৎসাসেবায় চিকিৎসকবৃন্দকে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন উল্লেখ করেন, হৃদপিণ্ড দেহের মূল চালিকাশক্তি। তাই হৃদপিণ্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জনপরিসরে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রফেসর মহাঃ হবিবুর রহমান, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।
সেমিনার উপস্থাপন করেন, ডাঃ মোল্লা মোঃ ইফতেখার হোসেন, সহকারী অধ্যাপক এবং ডাঃ এ. এস এম সায়েম, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ডাঃ আবু বকর সিদ্দিক, সর্বজনাব মোঃ এনামুল হক, মোঃ লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, এ.কে মাসুদ, মোঃ মনোয়ার হোসেন (সেলিম) সহ আজীবন সদস্য ও ফাউন্ডেশনের কর্মচারীবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/