ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকার গাছে গাছে দেখা যাচ্ছে জাতীয় ফল কাঠাঁলের মুঁচি। এ যেনো উপজেলার গাছে গাছে আগমনি বার্তা দিচ্ছে জাতীয় ফল কাঠাঁলের। গত বারের চেয়ে এবার কাঠাঁলের মুঁচি একটু কম লখ্য করা যাচ্ছে।
এই সময়ে প্রত্যেক গাছেই মুঁচি ধরার কথা থাকলেও তুলনামূক ভাবে কম দেখা যাচ্ছে। তবে বসে নেই উপজেলার কাঠাঁল ব্যাবসায়ীরা। তারা এখন পূরো দমে তাদের কাঠাঁলের বাগান পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। তবে কাঠাঁলের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে গতবারের মতো এবারও কাঠাঁলের ভালো ফলনের আশা করছেন উপজেলার কাঠাঁল বাগান মালিক ও কাঠাঁল প্রিয় মানুষেরা।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল হালিম বলেন, এবার আমার বেশ কয়েকটি কাঠাঁল গাছে কমবেশি ভালই মুঁচি ধরেছে। তবে মুঁচিগুলো কালো হয়ে ঝড়ে পড়ছে। এ নিয়ে বেশ চিন্তায় আছি।
এ ব্যাপারে স্হানীয় কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানান, চিন্তার কোনো কারণ নেই, ঠিক মতো ঔষধ দিতে পারলে এ সমস্যা আর থাবে না।
এদিকে উপজেরার বিভিন্ন গাছের চারা ব্যাবসায়ী পরিখ্যিতৎ সাহা বলেন, আমি গত কয়েক বছর যাবৎ অন্যান্য গাছের চাড়ার সাথে কাঠাঁলেরেও চাড়া বিক্রি করেছি। মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখতে পেরেছি। আশা করছি বাগানের সঠিক পরিচর্যা ও সময় মতো ঔষধ প্রয়োগ করলে গতবারের মত এবারও জাতীয় ফল কাঠাঁলের বাম্পার ফলন হবে।