ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ থেকে হাটপাঙ্গাসী ব্রিজ হয়ে গারদহ ব্রিজ দিয়ে প্রবাহিত ইছামতি নদীর নব্যতা হারিয়ে এখন মরা খাল বলা চলে। চৈত্র মাস না আসতেই নদীর পানি শুকিয়ে গেছে। মাছের বদলে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। ফলে অনাহারে-অর্ধাহারে দুর্বিসহ জীবন-যাপন করছেন নদীর দু’কুলে বসবাসরত জেলে পরিবারগুলো।
অত্র এলাকাবাসি জানান, বর্তমানে যৌবন হারানো নদীর বুক জুড়ে বোরো ধানে চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত বর্ষা মৌসুমে এক থেকে দু’মাস নদীতে পানি থাকে। আবার নদীটি তার আপন সত্তা হারিয়ে আগাম শুকিয়ে যাওয়া নদীর বুকে চলে কৃষকের বোরো ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। অথচ বিগত প্রায় একযুক আগে ওই নদীতে ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসেও ছিল পানি। ছিল দেশীয় হরেক রকমের প্রজাতি মাছের সম্ভার।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী ব্রিজ এলাকার নদী পারের দেবেন হাওয়ালদার বলেন, এখন নদীতে পানিও নেই, তেমন মাছও নেই। ফলে দেখা দিয়েছে দেশীয় মাছের আকাল। বলা চলে এখন নদীর বুকে চাষাবাদ হচ্ছে, ধান, ভূট্টা, রসূন, পেয়াজসহ বিভিন্ন ধরনের ফসল। রোববার উপজেলার হাটপাঙ্গাসী ইছামতি নদী এলাকা ঘুরে দেখা যায়, ইছামতি নদীর অনেকাংশ শুকিয়ে যাওয়ায় চাষ করা হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ধরনের ফসল।
এদিকে নদীর দু’পাড়ের অধিকাংশ বাসিন্দারা বলেন, হাটপাঙ্গাসী ইছামতি নদী এখন ফসলি জমিতে পরিণত হয়েছে। কোথাও ধূ-ধূ বালুরচর, কোথাও হাটু জল, কোথাও জলবিহীন গর্ত। এভাবে চলতে থাকলে, আগামিতে নদীতে মাছের অভাবে আমাদের মতো অসহায় পরিবারদের না খেয়েই মড়তে হবে। এমতাবস্থায় খনন করে নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য কার্যকরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করেন নদীর দু’পাড়ে বসবাসরত খেঁটে খাওয়া অসহায় জেলে পরিবারগুলো।