ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শিলা বৃষ্টির আশঙ্কায় আধা পাকা বোরো ধান কেটে নিচ্ছেন প্রান্তিক ও দরিদ্র কৃষকরা।
গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হওয়ায় তানোরের কৃষকরা তাদের আধা পাকা ধান কাটতে শুরু করেছেন।
শুক্রবার দুপুরে তানোর বিলকুমারী বিলের ধারের গ্রাম তালন্দ, গোকুল, ধানতৈড়, কামারগাঁসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওইসব গ্রামের নিচু জমির ধান গুলো আধা পাকা অবস্থায় ঝড়ে জমির৷ সাথে শুইয়ে পড়েছে।
একদিকে নিচু জমি হওয়ায় বিলের পানি বৃদ্ধি পেলে ডুবে যাওয়ায় শঙ্কা অন্যদিকে শিলা বৃষ্টির আশঙ্কায় কৃষকরা দল বেধেঁ জমির ওই আধা পাকা ধান গুলো কেটে নিচ্ছেন।
কৃষকরা বলছেন, যেকোন সময় শিলা বৃষ্টি হলে জমির ধানগুলো পুরোটাই নষ্ট হযে যেতে পারে। এছাড়াও বিলের পানি বৃদ্ধি পেলে ধান গুলো ডুবে যেতে পারে তাই যেটুকু পেকেছে তাতেই পুষিয়ে যাবে বলেও জানান কৃষকরা।
কৃষকরা আরও বলছেন, গত কয়েকদিনের ঝড়ো বৃষ্টিতে জমির ধান গুলো জমি দাড়িয়ে না থেকে সুইয়ে পড়েছে, সুইয়ে পড়া ধান এখনি না কাটলে ক্ষতির সম্বাবনা রয়েছে তাই তারা বাধ্য হয়েই আধা পাকা ধান কেটে নিচ্ছেন।
তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, আধা পাকা ধান কেটে নিলে কৃষকদের তেমন কোনো ক্ষতি হবে না বরং শিলা বৃষ্টি ও বিলের পানি বৃদ্ধি পেলে ধান ডুবে কৃষকরা বেশী ক্ষতিগ্রস্থ হবেন।
আধা পাকা ধান কেটে নিলেও ফলনের খুব একটা প্রভাব পড়বেনা বলেও জানান কৃষি অফিসের কর্মকর্তারা।
সব মিলিয়ে বিল কুমারী বিলের জমির ধানগুলো ঘরে তুলতে কৃষকরা ব্যস্থ সময় পার করছেন।