ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়র গ্রাম-গঞ্জের বাড়ির আঙ্গিনাসহ সড়কের দুপাশে কৃষকের উর্বর জমিতে দেখা যাচ্ছে মনোমূগ্ধকর কলাচাষ। সবুজ পাতার মাঝে ঝুলে আছে শত শত কলার ক্যান অথবা কলার কাদি। কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতাও এসেছে এ কলাচাষে।
কলাচাষে লাভবান হওয়ায় যায় জেনে, উপজেলার ধামাইনগর, চান্দাইকোনা, নলকা, ভ্রম্যগাছা, পাঙ্গাসীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা তাদের অন্যান্য ফসলের পাশাপাশি কলার আবাদ করছেন।
উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কলা চাষী জাহাঙ্গীর আলম বলেন, আমার মতো এখন অনেকেই কলা চাষ করছেন। এই কলা চাষে উপজেলার অসংখ্যক কৃষক আর্থিভাবে লাভবান হচ্ছেন।
এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের কলার ব্যাপারি শুক্কুর প্রামানিক বলেন, আমার জানা মতে কলাচাষে সার-বীজ কম লাগে। শ্রমিক খরচ কম হওয়ার পাশাপাশি পরিশ্রমও জয় কম। আর তাছাড়া কলা বিক্রি নিয়েও নেই কোনো বাড়তি ঝামেলাও।
এদিকে উপজেলার আরেক কৃষক বলেন, এখন আমার মতো অনেকেই উপজেলার বিভিন্ন এলাকায় কলা চাষ করছেন। এই কলা চাষে লাভবান হওয়ার কারণে প্রতি বছরও বাড়ছে কলা চাষের আবাদ। এছাড়াও কলা চাষের জন্য কৃষকদের পরামর্শ ও সারবিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।