ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে দিন দিন বাড়ছে আঁখ চাষ। যদিও বিগত ১০ বছর আগে উপজেলার অধিকাংশ জমিতে দেখা যেতো এই আঁখ চাষ।
বিগত কয়েক বছর আগে সেভাবে আর আঁখ চাষ করতে দেখা না গেলেও গত মৌসুমে ভাল দাম পাওয়ায় উপজেলার কিছু কিছু এলাকায় বেড়েছে আঁখ চাষ। বিশেষ করে চড়অঞ্চল অধ্যুষিত এলাকাগুলোতে।
উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগের চেয়ে আঁক চাষ কমিয়ে দিয়েছি। আগে আঁক মাড়াইয়ের জন্য কোনো ঝামেলা ছিল না। বাড়ি বাড়ি পাওয়া যেতো আঁখ মাড়াইয়ের মেশিন। এখন আর এই মেশিন নেই বললেই চলে। তাই বাধ্য হয়ে আমরা খুচড়া ও পাইকারদের কাছে বোঝা অথবা বিঘা হিসেবে আঁখ বিক্রি করে দিচ্ছি। পাইকাড়রা কিনে ভ্যানে বোঝায় দিয়ে হাট-বাজার, গ্রাম-পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে পিচ হিসেবে বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকেই।
উপজেলার নিজামগাতী ও চর ইসরামপুর গ্রামের কয়েকজন কৃষক জানান, গত বছর তেমন আঁক চাষ ছিল না। কিন্তু বাজারে বেশ ভাল দাম ছিল। তাই এবার আমাদের বেশ কিছু জমিতে আঁখ চাষ করেছি।
উপজেলা কৃষি বিভাগ বলছেন, আবহাওয়া অনূকুলে থাকায় ও সময় মতো কৃষি প্রনোদনা পাওয়ায় কৃষকরা আঁখ চাষে দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন। এছাড়াও কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রশিক্ষণ, বীজ বিতরণ ও সারবিক সহযোগিতা করা হচ্ছে কৃষকদের।