ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলাতেও আগামীকাল শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, এ উপলক্ষে ৬ টি কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এসএসসি ৩টি, দাখিল ২ টি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য ১ মোট ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
কেন্দ্র গুলো হলো, নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (এসএসসি), নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), মধইল উচ্চ বিদ্যালয় (এসএসসি) করমজাই মাদ্রাসা (দাখিল) নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা (দাখিল)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাক আলী মুসা বলেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সু সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, জেলা-উপজেলা প্রস্তুতিমূলক সভা হয়েছে, মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আজকে সকল কেন্দ্র পরিদর্শন করেছি, সিট বসানো হয়েছে যেগুলোতে ছোটখাটো সমস্যা আছে রাতের মধ্যে ঠিক করতে বলেছি, সমস্যা বলতে বৃষ্টির পানি যেন না পড়ে, অন্ধকার যেন না হয়, পানির ব্যবস্থা যেন থাকে, ওয়াশরুম গুলো ক্লিন থাকে, বাইরে যেন মাস্টার প্ল্যান কোম ভবনে কি আছে এগুলো যেন সুন্দর করে টাঙিয়ে দেওয়া হয় বাচ্চারা বাহির থেকে যেন বুঝতে পারে। আশা করছি সুষ্ঠু শান্তি পূর্ণ পরিবেশে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা নকল মুক্ত হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখবেন (সাংবাদিকরা)। পরিদর্শনে বেশী সময় নেবেন না, ২ঘন্টার পরীক্ষা বাচ্চাদের যাতে লিখতে সমস্যা না হয়, আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।