ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক মোজাফফার হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীরা।
কলেজের মোট ১০৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজের পাশের হার ৯৬.৩৪%।
করোনা পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এবং অসুস্থতাজনিত কারণে বেশ কিছু শিক্ষার্থী সকল পত্রের পরীক্ষা সম্পন্ন করতে না পারায় প্রত্যাশিত ফলাফল অর্জনে কিছুটা প্রভাব পড়ে। তবে সামনের পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনে অধ্যক্ষ সকলকে অনুপ্রাণিত করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ব্যপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/