ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাইকেল র্যালী করেছে শিশু-কিশোররা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তাঁরা। এর আগে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেত হয় তারা।
র্যালীতে অংশ নেয়া পরিবেশবাদী তারেক অনু জানান, তারা তাদের ৩ সদস্যের অভিযাত্রী দল নিয়ে নওগাঁর পোরশা সীমান্ত সড়ক দিয়ে বৃহস্পতিবার সকালে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় প্রবেশ করে।
এরআগে গত কয়েকদিন আগে শুরু করা সাইকেল অভিযাত্রাটি দিনাজপুরের বিরামপুর থেকে শুরু করে জয়পুরহাট, নওগাঁ হয়ে বৃহস্পতিবার চাপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ সীমান্ত পর্যন্ত যাবার কথা রয়েছে।
তাদের অভিযাত্রী দলের সাথে র্যালীতে অংশ নেন, প্রায় শতাধিক কিশোর-কিশোরী। তাদের অভিযাত্রার মূল লক্ষ্য সীমান্ত এলাকাগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। তাদের এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/