ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীতে নিষিদ্ধ চায়না বা দুই দুয়ারী জাল দিয়ে অবাধে চলছে দেশীয় মৎস্য শিকার। শুধু চায়না বা দুই দুয়ারী জাল নয় সাথে ব্যবহার করা হচ্ছে ক্যারেন্ট জাল।
এভাবে নদী, খাল, বিলে অবৈধ্য জাল দিয়ে মৎস্য শিকার করলে বিলুপ্ত হয়ে পড়বে সকল প্রকার দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। বর্তমানে পানি কমে যাওয়ায় নদী, বিলে এই নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মৎস্য শিকার করলেও স্থানীয় প্রশাসনের কোন তদারকি নেই বললেই চলে।
সরেজমিনে বদলগাছী উপজেলার সদর, আধাইপুর ও মথুরাপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, এলাকার মৎস্যজীবী লোকজন সন্ধ্যার আগে ছোট যমুনা নদীর বিভিন্ন জায়গায় বিশেষ করে রাতে নদীর এপার থেকে উপার পর্যন্ত এই চায়না বা দুই দুয়ারী জাল ও কারেন্ট জাল ফেলানো হচ্ছে। এসব জালে শুধু ছোট, বড় মাছ নয় মাছের রেনু, পোনা, ডিমসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পরছে।
শ্রী কৃঞ্চপুর গ্রামের জাহিদ বলেন, জেলেরা সারা বছরই যমুনা নদীর গোরান দহ এলাকায় চায়না দুই দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য শিকার করে। এ জালে মাছ শিকারের ফলে মাছ, মাছের পোনা, মাছের ডিমও জলজ প্রাণীর ক্ষতি হয়। একারণে এক সময় দেশীয় মাছ শূন্য হয়ে পড়বে নদীতে।
তিনি আরো বলেন, চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য শিকার এটি একটি অপরাধ। এই জালের ব্যবহারে মৎস্য সম্পদ, জলজ প্রাণী ও জীব-বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। যারা এই অবৈধ জাল আমদানি করছে এবং বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় জেলেদের সাথে কথা বললে তারা বলেন, চায়না এই জালেতে সব ধরনের মাছ ছেকে ওঠে, সহজেই মাছ ধরা যায় এবং দাম কম হওয়ায় বেশিরভাগ জেলে বর্তমানে এ জাল ব্যবহার করছেন। আমাদের জেলেদের মধ্যে যারা পুরোনো কৌশলে মাছ ধরতেন তাদের বর্তমানে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই বাধ্য হয়ে চায়না দুই দুয়ারী জাল কিনে জীবিকা নির্বাহ করছেন।
মথরাপুর গ্রামের জালাল বলেন, বিকেল হলেই এই চায়না জাল নদীতে ফেলা হয়। সারা রাত নদীতে রাখার পর খুব ভোড়ে এই জাল তুলে আনা হয় পাড়ে। এ সময় জালে ধরা পড়ে দেশীয় প্রজাতির মাছ সব এখন প্রায় বিলুপ্তির পথে। এ জাল দিয়ে মাছ ধরলে কিছুদিন পর হয়তো নদীতে আর কোনো দেশীয় মাছ পাওয়াই কঠিন হবে।
এ ব্যপারে স্থানীয় আধাইপুর ইউপির চেয়ারম্যান রেজাউল কবির পল্টন বলেন, সকলকে দেশীয় মাছ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। তাহলেই দেশীয় মাছ রক্ষা পাবে।
বদলগাছী উপজেলা মৎস্য অফিসার রাফিয়া আফরিন বলেন, আমরা ইতিমধ্যে দুইটি অভিযান পরিচালনা করেছি। আমি ট্রেনিংয়ে যাব। অফিসের চার্জ নওগাঁ উপজেলা মৎস্য অফিসারকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, এ বিষয়টি উপজেলা মৎস্য অফিসার তদারকি করে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি না করলে আমাকে জানালে আমি ব্যবস্থা গ্রহণ করবো। তারপরও বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/