ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : তথ্য আইনে তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে দৈনিক দেশরূপান্তর পত্রিকার নকলা (শেরপুর) উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে আটকের প্রতিবাদে ও তাকে নিঃস্বর্তে মুক্তির দাবীতে ফুলবাড়ীর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় দিনাজপুর ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিবাদ সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ইমাম রেজা, সহ সভাপতি কবির সরকার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান মন্ডল, কোষাধ্যক্ষ বাদল চন্দ্র প্রামাণিক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় সকলেই সাংবাদিক রানাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবী জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মার্চ) ইউএনও সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াকে কেন্দ্র করে নকলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান। এবিষয়ে সাংবাদিক রানার স্ত্রী বন্যার দাবি জাইকার কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য অধিকার আইনে ইউএনও‘র কাছে তথ্য চাওয়ায় রানার উপর ক্ষুব্ধ হন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews