ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : দেশের রাজধানী ঢাকায় বসবাসকারী সীমান্তবর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকার গাজীপুরস্থ ভাওয়াল জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয় এই বনভোজন।
কয়েকশত বছরের প্রাকৃতিক শালবন বেষ্টিত এই উদ্যানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ব্যতিক্রমী সাংকৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলেই। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার জাকের হোসেন, সভাপতি রুহুল মামুন, সহ সভাপতি আল মামুন, দেওয়ান সুরুজ, সাধারণ সম্পাদক আইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু, মেহেদি হাসান মিলন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আনিছুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আনিসুর রহমান (সময় নিউজ), সংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক দেওয়ান জনি, সদস্য আবু সাঈদ, আবু বক্কর সিদ্দিক নয়ন, ইয়াসিন আরাফাত, সাবেক ইউপি চেয়ারম্যান আইযুব হোসেন ও পরিবারবর্গসহ সংগঠনের ৬০ জন সদস্য।
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির সভাপতি রুহুল মামুন ও সম্পাদক আইনুর রহমান জানান, জন্মভূমির সম্পর্ক অটুট রাখতে আমাদের কর্মজীবনে অর্থ,খাদ্য সংগ্রহের পাশাপাশি বিনোদনের বিকল্প নেই, আমরা আগামীতেও আরও উৎসব মুখর পরিবেশে ভ্রমন ও বিনোদন ভিত্তিক বনভোজনের আয়োজন করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews