ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে লক্ষী রাণী ও সরস্বতী রাণী (৬৫) নামের দুই যমজ বোনের একই সাথে মৃত্যু ঘটেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ নভেম্বর) ভোর সোয়া ৫ টার উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর সরকার পাড়ায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সরস্বতীপুর সরকার পাড়ার মৃত শংকর সরকারের জমজ মেয়ে লক্ষী রাণী ও সরস্বতী রাণী বিয়ের পর তাদের স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এদের মধ্যে লক্ষী রানী দীর্ঘদিন যাবত হার্টের অসুখে ভুগছিলেন। শনিবার ভোর ৫ টার দিকে লক্ষী রাণীর মৃত্যু হয়।
এ সময় অপর জমজ বোন সরস্বতী রাণী ‘এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি’ বলে বিলাপ করতে করতে মাটিতে ঢলে পড়লে সাথে সাথেই তার মৃত্যু হয়। সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি সরস্বতীপুর সরকার পাড়া গ্রামের জনি সরকার বলেন, তাদের কোন ভাই না থাকায় লক্ষী রাণীরা চার বোন বিয়ের পর স্বামী-সন্তানসহ বাবার বাড়িতেই বসবাস করতেন। একসাথে তাদের জমজ দুই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মোঃ হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew