ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় যুবদল নেতা আব্দুল মজিদ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপূরে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় নওগাঁ-সান্তাহার সড়কে বোয়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসতাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মামুনুর রহমান ও শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক আহব্বায়ক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নিহত যুবদল নেতা আব্দুল মজিদের বড় ভাই বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল ইসলাম ও ছোট ভাই শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদকে (৪৮) গুলি করা হয়। এ সময় মজিদের দুই ভাই কাবিল হোসেন, শফিকুল ইসলাম ও স্থানীয় সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের কুপিয়ে জখম করে। গত ২৬ নভেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনও মামলার প্রধান আসামী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে পারেনি। ওই হামলার নেতৃত্বে দেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, তার সহযোগী আব্দুল্লাহ, রফিক ও মিলন। তাই মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।
নিহত মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম বলেন, আমার ভাই রাজনীতির সাথে জড়িত ছিল। কিন্তু কোনোদিন কোনো অন্যায় কোনো কাজ করেনি। মানুষের উপকার করে বেড়াত। এলাকার কোথায় কার কি সমস্যা হচ্ছে সেখানে চলে যেত, সমাধানের চেষ্টা করতো। সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হলো। অথচ পুলিশ এখনও হত্যাকারী মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে পারলো না। আমি মোহাম্মদ আলীসহ সকল আসামিকে গ্রেফতার দেখতে চাই, তাদের বিচারের আওতায় আনা হয়েছে দেখতে চাই।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, এ পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীসহ বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের করতে চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew