ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মেধার উন্নয়নে রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোল্লা আবদুর রহমান প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৌদী প্রবাসী ডা. এম এ মালেক মোল্লার পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় ৪২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলাসহ পার্শ্ববর্তী লালপুর উপজেলা মিলে ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহনকারিদের মধ্যে শ্রেণী বিভাজনে ৫০ জনকে বৃত্তি সনদ ও নগদ টাকা প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারিকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারিকে তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারিকে দুই হাজার টাকা ছাড়া ৪৭ জনকে এক হাজার টাকা ও প্রত্যেককে বৃত্তি সদনপত্র প্রদান করা হয়।
শনিবার বিকাল ৩টায় পরীক্ষার ঘোষিত ফলাফলে- প্রথম হয়েছে,বাঘা উপজেলার বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহান সাদিক,২য়-লালপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবরার জাহিন আবির, ৩য়- বাঘা উপজেলার জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফুর রহমান। ৪৭ জন সাধারন বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা ও সনদ প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক বকুল আহমেদ, আবদুল গনি কলেজের সভাপতি শাহিনুর রহমান বিপ্লব প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রক হামিদুল ইসলাম জানান সুষ্ঠ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্বাবধায়ক সায়েদুল ইসলাম লিটন বলেন, ব্যক্তি উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধার প্রসার ঘটবে।
সাধারন বৃত্তি প্রাপ্ত হুমায়রা জাহান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান,প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হওয়া বড় কথা নয়,মেধা যাচাইয়ের সুযোগ হয়েছে এটাই যথেষ্ট বলে মনে করছি।
বৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা প্রভাষক মুফতী মাহমুদ বলেন, মরহুম মোল্লা অবদুর রহমানের সুযোগ্য সন্তান সৌদী প্রবাসী ডা. আবদুল মালেক মোল্লার পৃষ্ঠপোষকতায় ১৯৮২ সাল থেকে শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। এবার ৪২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল সামাদ জানান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও মেধাবী গরীব শিক্ষার্থীদের অর্থসহায়তাসহ মসজিদ, মাদ্রাসাতেও তিনি আর্থিক সহায়তা করে আসছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew