ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের বিরুদ্ধে গত ০৪/০২/২৫ ইং তারিখে নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর বাজারে এক বিক্ষোভ সমাবেশে থেকে কুরুচিপূর্ণ, অশ্লীল, মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদে ০৫/০২/২৫ ইং বুধবার বিকেল ৫ টার সময় গুরুদাসপুর উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিসের নেতৃত্বে চাঁচকৈড় খলিফাপাড়া অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসনামলে গুরুদাসপুর ও বড়াইগ্রামের মাটি ও মানুষের মৃত্যুঞ্জয়ী নির্যাতিত নেতা আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তার পরিবারের উপর বার বার নির্যাতন, সাজানো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তখন কোন বিএনপির নেতা কে আমার পাইনি। দলীও সকল আন্দোলন সংগ্রামে সব সময় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে ১৭ টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাহেব, কিন্তু আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুসময়ে অনেক নব্য বিএনপির নেতাকে দেখছি মনোনয়ন নেয়ার জন্য পাগল হয়ে গেছে। কোথায় ছিল এত দিন? গুরুদাসপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোন দিনও এসব নেতা কে রাজপথে আন্দোলন সংগ্রামে পায়নি। কিন্তু আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে বিপদে পাশে দাঁড়িয়েছেন প্রিয় নেতা আব্দুল আজিজ সাহেব। তাকে নিয়ে এমন মন্তব্য কুরুচিপূর্ণ অশ্লীল অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ কে যারা আশ্রয়- ও প্রশ্রয় দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো – সাবধান হয়ে যান। আমাদের দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ও নাটোরের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই যাকে সন্মানিত করেছেন সেই নেতাকে নিয়ে এমন বক্তব্য প্রদানের জন্য আমরা গুরুদাসপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি, বিগত ১৭ বছর যারা দলের নেতা কর্মীর সঙ্গে কোন সম্পর্ক রাখেনি, রাজনৈতিক কোন কর্মকাণ্ডে রাজপথে যাদের পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত করে দলীয় সিদ্ধান্ত নেয়ার জন্য অহবান করছি। আর একই সঙ্গে নাজিরপুরে এই বক্তব্য রেখেছে যে নেতা তাকে অতি দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আহাম্মেদ ফকির ও মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।