ধূমকেতু নিউজ ডেস্ক : একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপিকার আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে করা মামলায় ওই টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান হোসেন সুমনসহ দুইজনকে অব্যাহতি দানের আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ডিবি পুলিশ।
বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৭ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সোশ্যাল মিডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক কাজী মো. নাসিরুল আসামি সাংবাদিক ইমরান ও চঞ্চল পালমাকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। আগামি ২৫ জানুয়ারি মামলাটির ধার্য তারিখ রয়েছে।’
চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ‘মামলার আসামি ইমরান হোসেন সুমন ও বাদী একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সুবাদে তাদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কটি কোনো একটি কুচক্রি মহল ভালোভাবে না নিয়ে বিরোধ সৃষ্টি করার উদ্দেশ্যে বাদীর স্বামীর ফেসবুকে বিভিন্ন অপরিচিত আইডি থেকে আপত্তিকর ও অশ্লীল বার্তা দিয়ে তার বিষয়ে অশ্লীল মন্তব্য করেন। যার ফলশ্রুতিতে অজ্ঞাত ওই কুচক্রি মহলের ফাঁদে পা দিয়ে বাদী মামলাটি করেন।’
প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, ‘প্রকৃতপক্ষে আসামি ইমরান হোসেন সুমন ও তেজগাঁও ফুয়াং ক্লাবের রিসিপশনিস্ট চঞ্চল পালমা পরস্পর যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বাদীর নামে অশ্লীল মন্তব্য ও আপত্তিকর ছবি বার্তার মাধ্যমে প্রচার করেছেন বলে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই এ মামলার থেকে আসামি ইমরান হোসেন সুমন ও চঞ্চল পালমাকে অব্যাহতির আবেদন করা হলো।’
আপত্তিকর অশ্লীল ছবি প্রকাশ করায় ১২ জুলাই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারা দেয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ‘২০২০ সালের ২৩ মে ওই উপস্থাপিকার স্বামীর ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন আইডি থেকে আপত্তিকর এসএমএস করে তার বিষয়ে খারাপ মন্তব্য করা হয়, যা দেখে তার স্বামীর মনমানসিকতা খারাপ হয়ে যায়। একপর্যায়ে তার স্বামী বিষয়গুলো বাদীর সঙ্গে শেয়ার করেন। পরে ওই উপস্থাপিকা বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ডায়েরি করার পরও অজ্ঞাত বিবাদীরা হোয়াটস অ্যাপ ব্যবহার করে তার নামে স্বামী, দেবর, মাকে বিভিন্ন আপত্তিকর এসএমএস ও ছবি পাঠাতে থাকেন।’
ওই উপস্থাপিকা মামলার অভিযোগে আরও বলেন, ‘অজ্ঞাত ব্যক্তি আমার পরিচয় গোপন করে আমার স্বামীর ছবি ব্যবহারপূর্বক ফেক আইডি প্রস্তুত করে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার ও প্রকাশ করে সম্মানহানি করেছে।’