ধূমকেতু প্রতিবেদক : স্বচারচর আমাদের চারপাশে দেখা যায় ফল ও ফুলের বাগান। তবে এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। স্বপ্ন এখন ক্যাকটাস পার্ক তৈরির।
কথায় বলে শখের দাম নাকি লাখ টাকা। সেই কথায় যেন সত্যি হলো। ‘ফল নয়, ফুল নয়’ ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ীর ছাদে তৈরি হয়েছে ক্যাকটাসের বাগান। বাল্যকালের শখ পূরণে ক্যাকটাসের বাগান গড়ে তুলেছেন সার্জেন্ট তৌহিদুল ইসলাম।
পেশায় তিনি রাজশাহী ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট পুলিশ। তবে বাল্যকাল থেকেই ক্যাকটাস গাছ পছন্দ করতেন তিনি। পেশাগত কারণে যেখানেই গেছেন সেখানেই খোঁজ করেছেন ক্যাকটাসের। জীবনের অর্ধ সঞ্চয় ব্যয় করে সংগ্রহ করছেন দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের গাছ।
ক্যাকটাসের পেছনে ছুঁটতে ছুঁটতেই একসময় পরিচিত হন ইসমাইল হোসেন নামের একজন নার্সারী মালিকের সাথে। শখ পূরণে বাগান করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস সংগ্রহ করতে শুরু করেন তারা।
বর্তমানে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের একটি ভবনের ছাদভাড়া নিয়েছেন তারা। যেখানে প্রায় চার’শ ধরনের ক্যাকটাস সংগ্রহে রেখেছেন বলেও জানান সার্জেন্ট তৌহিদুল ইসলাম।
সেখানে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকা থেকেও আমদানিকৃত বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের চাষ করছেন। অবসর সময়ে ক্যাকটাসগুলো নিজেই পরিচর্যা করেন তিনি।
প্রতিটি ক্যাকটাস ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিদেশ থেকে আমদানী করেছেন তিনি। আমদানীর পাশাপাশি নিজেরায় এ্যাজটেকিউম রিটটেরিয়া, উইনগারসিয়া, এরিওকারপাস ক্যাকটাসের মাদারপ্যান্ট তৈরি করছেন বলে দাবী করেন সার্জেন্ট তৌহিদুল ইসলাম ও নার্সারী মালিক ইসমাইল।
ক্যাকটাসের ছাদবাগান তৈরীতে তাদের ব্যায় হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তাদের বাগানে রয়েছে প্রায় ৬০ হাজার ক্যাকটাস। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
নার্সারী মালিক ইসমাইল হোসেন জানায়, আমরা বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস সংগ্রহ করেছি। তবে এখন একেবারে ভিন্ন প্রজাতি ছাড়া আর ক্যাকটাস কিনতে হয়না। এখন আমরা নিজেরায় এ্যাজটেকিউম রিটটেরিয়া, উইনগারসিয়া, এরিওকারপাস ক্যাকটাসের মাদারপ্যান্ট তৈরি করছি।
এবিষয়ে সার্জন্ট তৌহিদুল ইসলাম বলেন, তিনবছর ধরে ক্যাকটাসের ছাদবাগান করছি। বর্তমানে গাছের সংখ্যা প্রায় ষাট হাজার।
তিনি আরও বলেন, প্রথম গাছ আমদানি করেছেন ভারত থেকে। পরে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকা থেকেও ক্যাকটাস আমদানি করেছেন। বর্তমানে তাদের কাছে প্রায় পঞ্চাশ হাজার বীজও রয়েছে।
তৌহিদুল ইসলাম বলেন, ছাদবাগান গড়ে তুলতে এখন পর্যন্ত তাদের প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে তাদের সংগ্রহে যে পরিমাণ গাছ রয়েছে তার আনুমাণিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের মানুষের কাছে ক্যাকটাস সহজলভ্য করে তোলা এবং একটি ক্যাকটাস পার্ক তৈরি করা।