ধূমকেতু নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের দিক থেকে গত বছরের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ এবং ছেলেদের ৯২.৬৯ শতাংশ।
চলতি বছর সকল শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বিলম্বের পর গত নভেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এ অনুযায়ী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
এবারের এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিটি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হয়েছে।