ধূমকেতু নিউজ ডেস্ক : ইনজুরির কারণে গত ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৬ দিন পরে তার বদলি ঘোষণা করলো সাউথ আফ্রিকা। আসন্ন বিশ্বকাপে প্রিটোরিয়াসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মার্কো জেনসেন।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলার সময় চোট পান প্রিটোরিয়াস। বাম হাতের বুড়ো আঙুলে ব্যাথা পান এই বোলিং অলরাউন্ডার। পরে এক্স-রে তে দেখা যায় সেখানে চিড় ধরা পড়েছে। আর তাতেই কপাল খুলেছে ২২ বছর বয়সী জানসেনের।
জানসেন অবশ্য আগে থেকেই রিজার্ভে ছিলেন। স্কোয়াডে তার যুক্ত হওয়া ছিল সময়ের ব্যাপার। কেননা ইনজুরিতে পড়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি প্রিটোরিয়াস।