ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদুল আযহাকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ ভিড় করছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। মঙ্গলবার সকাল হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পারি দিচ্ছে।
রাতভর বৃষ্টি হওয়ায় যানবাহন পারাপারে বেগ পেতে হয় ফেরি কর্তৃপক্ষকে। বৃষ্টি উপেক্ষা করে ছুটছে ঈদে ঘরমুখো মানুষ।
বৃষ্টির কারণে ফেরিতে যানবাহন উঠা নামায় সময় বেশি লাগায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাত পোহালেই ঈদুল আযহা। যানজটে আটকে থাকা যাত্রীরা ঈদুল আযহার নামাজ বাড়িতে গিয়ে পড়তে পারবে কিনা তাও জানেন না তারা।
অপরদিকে তীব্র স্রোতে তিন কিলোমিটার ঘুরে ফেরি যাচ্ছে বাংলাবাজার ঘাটে। মাওয়া চৌরাস্তা থেকে পায়ে হেঁটে ঘাটে আসছেন যাত্রীরা। কোনো গাড়ি যেতে দেখা যায়নি। বৃষ্টি আর কাদায় যাত্রীদের দুর্ভোগ অনেকগুণ বেড়ে গেছে।