IMG-LOGO

বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভানিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধনচারঘাটে সড়কে ঝরলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণবাঘায় দিস লাইনের সংযোগকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখমতৃণমূলে জনপ্রিয় নেতা ময়নাপোরশায় উপজেলা সমন্বয় সভামহাদেবপুরে সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগমক্কায় বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহতযশোর আদালত চত্তরে তুলকালাম কাণ্ডযুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৭র‌্যাব হেফাজতে ভূমি অফিসের অফিস সহকারীর মৃত্যুরাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারপিটের অভিযোগহাটপাঙ্গাসীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনরায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা উদযাপনতানোরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও জনক
Home >> >> রোযা অবস্থায় যে কাজগুলো বৈধ

রোযা অবস্থায় যে কাজগুলো বৈধ

হোছাইন আহমাদ আযমী : রোযা অবস্থায় কিছু বৈধ কাজ রয়েছে। যেগুলোর কারণে রোযা ভঙ্গ হয় না। কিন্তু অনেকের মনে সে কাজগুলোর বিষয়ে সংশয়-সন্দেহ দেখা যায়। এরকম কিছু কাজের তালিকা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ।

ভুলে পানাহার করা, অনিচ্ছাকৃত বমি, স্বপ্নদোষ হওয়া, স্ত্রীকে চুমু দেয়া, হিজামা (cupping), রক্তদান ভ্যাক্সিন, টিকা, ইনসুলিন, ইঞ্জেকশন (যেগুলো খাবারের বিকল্প নয়)

নিম্নে পয়েন্টগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।

ভুলে পানাহার করাঃ
কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেললে সে জন্য রোযা ভঙ্গ হয় না। কিন্তু মনে পড়ার সাথে সাথে খাওয়া থেকে বিরত থাকতে হবে। মুখে থাকা খাবারও খাওয়া যাবে না।
নবীজি সা. বলেনঃ “যখন কোন ব্যক্তি ভুলবশতঃ কিছু খেয়ে বা পান করে ফেলবে, তখন সে যেন তার রোযা (না ভেঙ্গে) পূর্ণ করে নেয়। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।” (বুখারী ১০৪৯)

অনিচ্ছাকৃত বমিঃ
অনিচ্ছাকৃত বমির জন্য রোযা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছা করে বমি করলে রোযার কাজা আদায় করতে হবে।
নবীজি সা. বলেনঃ “কোন রোযা পালনকারীর অনিচ্ছাকৃত বমি হলে তাকে তা ক্বাযা করতে হবে না। তবে কেউ সেচ্ছায় বমি করলে তাকে অবশ্যই রোযা ক্বাযা করতে হবে” (আবু দাউদ ২৩৮০)

স্বপ্নদোষ হওয়াঃ
স্বপ্নদোষ বা কাম চিন্তা ব্যতীত অনিচ্ছাকৃত বীর্যপাতের কারণে রোযা ভঙ্গ হয় না।
রাসূল সা. বলেছেনঃ “তিনটি জিনিস রোযা ভঙ্গ করে নাঃ রক্তমোক্ষণ, বমি ও স্বপ্নদোষ” (তিরমিজি ৭১৯)
কিন্তু স্বপ্নদোষের কারণে যে রোযাভঙ্গ হবে না সে ব্যাপারে সকল আলেমগণই একমত।

স্ত্রীকে চুমু দেয়াঃ
উত্তেজনা বা কাম ভাব ব্যতিত নিজ স্ত্রীকে চুমু দিলে রোযার কোনো সমস্যা হয় না।
‘আয়েশা রা. থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সা. রোযা অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন। তবে তিনি তাঁর প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। (বুখারী ১৯৯৭)
তবে এটি তার জন্য বৈধ হবে যিনি তার আবেগ ও উত্তেজনা নিয়ন্ত্রনের ব্যাপারে আত্মবিশ্বাসী ও সক্ষম। অন্যথায় আলেমগণের পরামর্শ হচ্ছে এটা থেকে বিরত থাকা।

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিতঃ এক ব্যক্তি নবী সা. এর নিকট রোযা অবস্থায় স্ত্রীর সাথে অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে অনুমতি প্রদান করেন। অতঃপর অন্য এক ব্যক্তি এসে অনুরূপ জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করে দিলেন। বর্ণনাকারী বলেন, তিনি যাকে অনুমতি দিয়েছেন সে ছিল বৃদ্ধ এবং যাকে নিষেধ করেছেন সে ছিল যুবক। (আবু দাউদ ২৩৮৭)

হিজামা (cupping) এবং রক্তদানঃ
রোযা অবস্থায় হিজামা বা cupping (রক্তমোক্ষণ) করালে রোযা ভঙ্গ হয় না। এরই প্রেক্ষিতে আলেমগণ বলেন রোযা অবস্থায় রক্তদান করলে বা রক্ত পরীক্ষার জন্য সিরিঞ্জ দিয়ে রক্ত নিলেও রোযা ভঙ্গ হয় না।

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন (বুখারী ১৯৩৯)

তবে রোযা অবস্থায় রক্তদানের কারণে কারোর যদি ক্ষতির আশংকা বা অসুস্থ্য হওয়ার আশংকা থাকে তাহলে রোযা অবস্থায় রক্তদান থেকে বিরত থাকতে হবে।

সাবিত আল-বুনানী র. থেকে বর্ণিতঃ তিনি বলেন, আনাস ইবনে মালিক রা.-কে প্রশ্ন করা হল, আপনারা কি রোযাদারের শিঙ্গা লাগানো (রক্তমোক্ষম) অপছন্দ করতেন? তিনি বললেন, না। তবে দুর্বল হয়ে যাওয়ার কারণে অপছন্দ করতাম। (বুখারী ১৯৪০)

ভ্যাক্সিন, টিকা, ইঞ্জেকশন (যেগুলো খাবারের বিকল্প নয়)

রোযা অবস্থায় ভ্যাক্সিন, টিকা বা এমন কোনো ইঞ্জেকশন নেয়া বৈধ যেগুলোর দ্বারা খাদ্য বা পানির চাহিদা পূরণ হয় না। অর্থাৎ যেই ইঞ্জেকশন খাদ্য বা পানীয় এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয় না, সেগুলো রোযার কোনো ক্ষতি করবে না। এছাড়াও ইনসুলিন নিলেও রোযার কোনো ক্ষতি হয় না।

অসুস্থ্য ব্যক্তির জন্য গ্লুকোজ বা স্যালাইন নিলে সিয়ামের ক্ষতি হবে না। তবে সুস্থ্য ব্যক্তির জন্য তা মাকরুহে তাহরিমি-নাজায়েজ।

লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news