ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলামসহ সকল উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
আলোচনা সভা শেষে উপসহকারী কৃষি অফিসার আব্দুল মজিদকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে কৃষি ক্ষেত্রে কৃষকদের সারবিক সহযোগিতায় অনন্য অবদান রাখায় ২০২১-২০২২ অর্থ বছরে শ্রেষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসরামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ২০২১-২২ অর্থ বছরে কৃষি ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতায় অনন্য অবদান রাখায় ২য় পুরস্কার পান উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান ও ৩য় পুরস্কার পান শামীম রহমান।