ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা গার্মেন্টস ব্যবসায়ী সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টায় ফুলবাড়ী গার্মেন্টস ব্যবসায়ী সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলম, আমিন অটো রাইচ মিল ইন্ডাস্ট্রিজ এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সাইফুল বারি।
আরও উপস্থিত ছিলেন, স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি মানিক মন্ডল, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সাবেক কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাদল হোসেনসহ ফুলবাড়ী উপজেলা গার্মেন্টস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।


