ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “জাতীয় বীমা দিবস”২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’।
দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই-বগুড়া মহাসড়কে আনন্দ র্যালী ও উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কালাই থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা
সভায় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের উপজেলা প্রতিনিধিরা তাদের নিজ নিজ বীমা কোম্পানীর গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।