ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় উচ্চমাধ্যমিক পর্যায়ে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (৭ জুলাই) সকালে পিএসএফ সমৃদ্ধি কর্মসূচি গনেশপুর শাখা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে পিএসএফের ঋণ কার্যক্রমের আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ মিয়া।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পিএসএফ ঋণ কার্যক্রমের উপপরিচালক মনসুর আহমেদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, এইচআর এন্ড এডমিন অফিসার খালেদুর রহমান, নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল সরদার প্রমুখ।
শেষে ১৫ জন মেধাবি শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।