ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : “শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সব শিশু দুধ পাবে অনায়াসে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে স্কুল মিল্ক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, সহকারি শিক্ষা অফিসার আল মামুনার রশিদ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার, কুন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি দুধ খাওয়ানো হবে। মুলত শিশুদের পুষ্টি চাহিদা মেটাতে এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকার এ কর্মসূচী হাতে নিয়েছে।
পাইলট কার্যক্রম হিসেবে প্রকল্পের আওতায় দেশের ৬১ জেলায় ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত এ কর্মসূচী চলামন থাকবে। মহাদেবপুর উপজেলায় এ কর্মসূচী বাস্তবায়ন করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।