ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতার সহায়তায় দুই চোরকে চুরির সরংজমাদিসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে উপজেলার কালীগ্রাম ভেবড়া মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে উদন (৫০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল হাটখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৩)। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চলছিল। অভিযানকালে উপজেলার কালীগ্রাম ভেবড়া মাঠে নুরল ইসলামের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দেখতে পেয়ে স্থানীয় জনতার সহায়তায় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককালে তাদের নিকট থেকে বৈদ্যতিক তার, ইনসুলেটর, রোল্ট কাটার, কাটিং প্লায়ারসহ বেশ কিছু সরংজমাদী উদ্ধার করা হয়। এঘটনায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১এর রাণীনগর জোনাল অফিসের এজিএম রাজু হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।