ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নাহিদ নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে হাটপাঙ্গাসী বাজার সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ শেষ হয়।
পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, ৮নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু।
এসময় সমাবেশে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু।
পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।