ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবি বায়োচার প্রজেক্টের উদ্যোগে ডিলার ও খুচরা বিক্রেতাদের নিয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মষালা বুধবার সমাপ্ত হয়েছে। আর্ন্তজাতিক দাতা সংস্থা আইসিসিও এবং কার্ক ইন এক্টাই এর আর্থিক সহায়তায় সিসিডিবির বিজয়পুরস্থ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে সিসিডিবি বায়োচার প্রকল্পের সমন্বয়কারী সমীরণ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।
প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তব্য দেন, মান্দা প্রেসক্লাবের সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, বায়োচার প্রকল্পের কেন্দ্রিয় অফিসের টেকনিক্যাল অফিসার কৃষ্ণ কুমার সিংহ, মনিটরিং অফিসার এ্যাডলিনা রিচেল বৈদ্য, মান্দা কর্ম এলাকার মার্কেটিং অফিসার নির্মল টুডু, মার্কেট এ্যাসিসটেন্ট স্টিফান হেমব্রম ও কিচেন ফ্যাসিলিটেটর কৃষ্ণা রানী।
বায়োচার ও বায়োচার এনরিচ অর্গানিক ফার্টিলাইজার বাণিজ্যিকীকরণের জন্য রাজশাহীর মোহনপুর ও তানোর এবং নওগাঁর মহাদেবপুর, নিয়ামতপুর ও মান্দা উপজেলার ডিলাররা (সার, বীজ ও কীটনাশক বিক্রেতা) প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।