ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া জানিয়েছে, দেশের প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াগনারের সদস্যরা হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ নিয়মিত সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। রাশিয়া এই গ্রুপের যোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার গ্রুপ ২০০০ এর বেশি সদস্য অস্ত্র এবং আড়াই হাজার টন গোলাবারুদ হস্তান্তর করেছে।
এই বিবৃতির সাথে একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, রাশিয়ার একজন সেনা কর্মকর্তা হস্তান্তর করা অস্ত্র পরিদর্শন করছেন।
কিছুদিন আগে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এরপর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর মধ্যস্থতায় ওয়াগনার গ্রুপ এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ওয়াগনার গ্রুপ রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আনা হচ্ছে। বিনিময়ে প্রিগোজিনের বিরুদ্ধে সেনা বিদ্রোহের অভিযোগ স্থগিত করা হয়।