ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য শাকিল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল। সভার উদ্বোধন করেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ও উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, সিনিয়র যুগ্ম আহŸায়ক জাহারুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম হান্নান প্রমুখ।