ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইআইসিটি (ইন্সটিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৫ (পনের) দিনব্যাপী “অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইআইসিটি পরিচালক ও ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সেলিম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. আলী হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক সোয়েব আকতার।

এসময় উপস্থিত ছিলেন, ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ।
১৫ (পনের) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।