ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিরইল মটপুকুরে অবস্থিত কোয়ালিটি সুপার কেক হাউজে গত বৃহস্পতিবার অগ্নিকাÐের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় কারখানাটি।
শনিবার (৯ এপ্রিল) বিকাল ৪ টার দিকে ক্ষতিগ্রস্থ কারখানাটি পরিদর্শন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
পরিদর্শনকালে তিনি বলেন, চৈত্র মাসের শেষের দিকে প্রচন্ড তাপদাহ চলছে আবহাওয়া অত্যন্ত শুস্ক। ফলে অগ্নি দুর্ঘটনার সম্ভাবনাও বেশি। ইতিমধ্যেই রাজশাহীর কোয়ালিটি সুপার কেক হাউজ ও বগুড়া খাজা বেকারিতে অগ্নি দুর্ঘটনার ঘটনরা ঘটে গেছে। আমরা দোয়া করি তারা দ্রুত ক্ষয় ক্ষতি কাটিয়ে অবিলম্বে স্বাভাবিক ব্যবসা বানিজ্যে ফিরবে। সেই সাথে উত্তরবঙ্গের সকল বেকারি মালিকগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো আরও পরামর্শ দেওয়া হলো যে প্রত্যেক বেকারিতে একটি নির্দিষ্ট স্থানে এক বালতি বালু ও এক বালতি পানি রাখবেন। সম্ভব হলে ফায়ার ষ্টিংগুইসার রাখবেন এবং ফায়ার সার্ভিসের নাম্বার বড় করে কাউন্টারে দৃশ্যমান জায়গায় লেখে রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, সহ সম্পাদক সাজ্জাদ আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আফসার আলী প্রমুখ।