ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিনামূল্যে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন ও বাগমারা গণিপুর ইউনিয়নের বয়স্ক নারী ও পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে রোটারি ক্লাব অব উত্তরার আয়োজনে ও অর্থায়নে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ লাইন্স চক্ষু হাসপাতালে এ অপারেশনের কার্যক্রম শুরু হয়।
এর আগে, রাজশাহীর রোটারি ক্লাব অব পদ্মা, লাইন্স চক্ষু হাসপাতাল ও শতফুল বাংলাদেশের সহযোগিতায় মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব অব উত্তরা। ক্যাম্পে ২১৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। তাদের মধ্যে আজ ৩৫ জনের চোখের ছানি অপারেশন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম সাইদুল হক, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর রোটারিয়ান সরিফুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ক্যাম্পে প্রায় ৭১৫ গরীব ও অসহায় মানুষের চিকিৎসা প্রদান করা হয়। এসময় ২১৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। এছাড়াও চারটি ধাপে মোট ১৫৪ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট রোগীদের অপারেশন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
ইউটিউব ভিডিও :
ফেসবুক ভিডিও :