ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ২৫শে ফেব্রুয়ারী শনিবার বিকালে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) ২, ৩, ৪, ৫, ৭ নং ওয়ার্ডে ও ৪টি RCC, ৩টি বিটুমিনাস কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, মোহনপুরের উন্নয়ন এটাই আমার লক্ষ্য, আগামীতে কেশরহাট পৌরসভায় একটি রাস্তাও কাঁচা থাকবে না। আগামীতে আপনারা নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আওয়ামীলীগের সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আরও বেগবান করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।


