ধূমকেতু প্রতিবেদক : লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বাস্তবায়িত বিএনএফ শিশু শিক্ষা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকরোভোগী শিশু সদস্যদের অংশ গ্রহণে প্রকল্প এলাকা মল্লিকপুর, হরিয়ান পবা, রাজশাহীতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রকল্পের প্রায় ৭০জন সুবিধা বঞ্চিত শিশু অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগি শেষে প্ররুস্কার প্রদান করা হয়। পুরস্কার অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় মহিলা মেম্বার রেশমা বিবি, সমাজসেবী জরিনা খাতুন, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, পিনাকল স্টাডি হোম এর সহকারী প্রধান শিক্ষক চামেলি খাতুন ও শিক্ষিকা কামনা পাল প্রমুখ।
চিত্রাংকণ প্রতিযোগিতায় ক গ্রুপে ও খ গ্রুপে ১ম স্থান থেকে ৫ম স্থান অর্জনকারী মোট ১০ জনসহ সকলের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।