ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এ বছরেও (২০২২-২৩) রাজশাহী জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন, বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নে কর্মরত মনিরুল ইসলাম। পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোর কালীন কার্যক্রমে বিশেষ অবদান রাখায়, জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত করা হয়।
গত ৬ জুলাই রাজশাহীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভা শেষে তাকে সন্মাননা সনদ ও পুরুস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কস্তুরি আমিনা কুইন (উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী)। প্রধান অতিথি ছিলেন, এনামুল হক, (পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ)।
বিশেষ অতিথি ছিলেন, অনিল কুমার সরকার (ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও চেযারম্যান বাগমারা উপজেলা পরিষদ) খন্দকার আরিফুজ্জামান (সহকারি পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী) ডা. মাহবুবুল আলম (সহকারি পরিচালক, পরিবার পরিকল্পনা) (সিসি) তার হাতে সন্মাননা সনদ ও পুরুস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সঞ্চালক, বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রাফিউন নাহার জানান, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে ২০১৮ সাল থেকে প্রতি বছর পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোর কালীন কার্যক্রম বাস্তবায়নে জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচন করা হয়। যিনি নির্বাচিত হন, তাকে সন্মাননা সনদসহ পুরুস্কারে ভূষিত করা হয়।
তিনি জানান, ২০১৮ সালেও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন মনিরুল ইসলাম। এছাড়াও ২০১৮, ১৯, ২০, ২১ ও ২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে মনিরুল ইসলাম জানান, কাজের মূল্যায়নে উৎসাহ ও দায়িত্ব দুটোই বেড়ে গেল।